থামছেই না হরিণ শিকার। প্রতিনিয়ত সুন্দরবন সংলগ্ন এলাকায় হরিণ শিকারের খবর পাওয়া যায়। কিন্তু বন বিভাগ ও সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে হরহামেশাই চলছে শিকার। যেন এসব দেখার কেউ নেই।
রোববার (৫ ফেব্রুয়ারি) সুন্দরবন থেকে লোকালয়ে আনার পথে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। সুন্দরবনের ছোটকলাগাছিয়া নদীসংলগ্ন পশুরতলা থেকে বুড়িগোয়ালিনী বনস্টেশনের কর্মকর্তা হাবিবুল ইসলামের নেতৃত্বে এগুলো জব্দ করা হয়। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিন শিকারী পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া শিকারীরা হলো, উপজেলার সোরা গ্রামের কাদের খানের ছেলে ইউনুছ আলী, কেরামত গাজীর ছেলে আলাউদ্দীন ও জিয়াদ গাজীর ছেলে শাহাদাত হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনে মাছ ধরার পাশ নিয়ে হরিণ শিকারের খবর জানতে পেরে বনকর্মীরা অভিযান চালায়। অভিযানে হরিণের মাংসসহ আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয় এ সময় তিন শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।