শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৩

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে জেরিকোর আকাবেত শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার।

নিহতের সংখ্যা নিশ্চিত করে জেরিকোর গভর্নর বলেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া এ অভিযানে শাকের আমড়া নামে এক হামাস নেতাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

ঘটনার পর প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে তারা জানায়, নিহতদের মধ্যে গত ২৮ জানুয়ারি জেরিকোর চেকপয়েন্টে গুলিচেষ্টার ঘটনায় জড়িত দুজন রয়েছেন। এ ছাড়া বাকি পাঁচজন অভিযানের সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন।

পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত পাঁচজনের মরদেহ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। তাদের দাবি, নিহতদের মধ্যে হামাসের জেরিকো শাখার সদস্য এবং চেকপয়েন্ট অভিযানের সঙ্গে জড়িতরা রয়েছে। যদিও হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেনি।

ইত্তেফাক/এএইচপি