মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক: র‌্যাব

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রি, ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে তারা।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

 

ইত্তেফাক/আরএজে