বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টস জিতে ঢাকাকে বোলিংয়ে পাঠালো চট্টগ্রাম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২

চলতি বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামবে ঢাকা ডমিনেটর্স। বিপিএলের এবারের আসরের নিজেদের শেষটা জয় দিয়েই করতে চায় নাসির হোসেনের দল। 

আজ দুপুরে ১টা ৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হভে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

বিপিএলের শেষ চারে ওঠার আশা শেষ হইয়ে গেছে দুই দলেরই। তবে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে রাঙাতে চায় ঢাকা ডমিনেটর্স। অন্যদিকে, আজকের পর চট্টগ্রামের সামনে রয়েছে আরও একটি ম্যাচ।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে না পারায় প্লে-অফ উঠতে পারেনি রাজধানীর দলটি। 

অন্যদিকে, ব্যাট-বল দুই বিভাগেই বাজে পারফরম্যান্সের কারণে টেবিলের তলানিতে রয়েছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল চট্টগ্রাম। 

 

 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন