সিরাজগঞ্জে বাবার চোখের সামনে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত রহমান সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে বাড়ি থেকে বের জয়ে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলে পৌর এলাকার গোলা পাঠশালা স্কুলের সামনে আসে শিশু সিফাক। পরে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিকশা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাতকে ধাক্কা দিয়ে তার ওপরে উঠে যায়। এতে শিশু সিফাত ঘটনাস্থলে নিহত হয়।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প
পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।