শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উপহারের গাড়ি নিয়ে জরিমানা গুনলেন হিরো আলম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫

সর্বশেষ উপনির্বাচনে বগুড়ার দুটি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল আলমকে জরিমানা করা হয়েছে। হিরো আলমকে বহনকারী গা‌ড়ি‌টি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর অভিযোগে এই জরিমানা করা হয়। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপহারের গাড়ি নিয়ে আসার পথে আড়াই হাজার টাকা জরিমানা করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সা‌লেহ আহ‌মেদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন। বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে সারাদেশে আলোচিত হন।

ইত্তেফাক/পিও