মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাজধানীর সীমান্ত স্কয়ারে আগুন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

রাজধানীর সীমান্ত স্কয়ারে রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট সেখানে পৌঁছায়, পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ইত্তেফাক/এএইচপি