শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তামিম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আগেই বাদ পরেছে খুলনা টাইগার্স। পেল অফে উঠতে ব্যর্থ হলেও এখনও বিপিএলে দুই ম্যাচ বাকী আছে খুলনার। তবে বাকী দুই ম্যাচে খুলনার হয়ে খেলবেন না ওপেনার তামিম ইকবাল।

তামিম ইকবাল

তামিমের পুরানো পিঠের চোটের কারণেই বিপিএল থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। আর তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না দল। খুলনার ফিজিওর পরামর্শে শেষ দুই ম্যাচে তামিমকে বিশ্রাম দিয়েছে খুলনা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।

শেষ দুই ম্যাচে তামিমের বিশ্রাম প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, ‘তামিমের একটু সমস্যা আছে। ওর ব্যাক স্ট্রেইনে যে সমস্যা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। ওখানে আবার একটু ভুগছে। আমাদের টিম ফিজিও, জাতীয় ফিজিও জুলিয়ান কেলাফতে এসেছিল আমার সঙ্গে কথা বলতে। যেহেতু সামনে ইংল্যান্ড সিরিজ আছে, সেটা বড় চিন্তা আমাদের জন্য। সেজন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে হয়তো আরও খারাপ হতে পারে। তামিম আমাদের ওয়ানডে দলের অধিনায়ক, অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই বিপিএলের বাকি দুই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

খালেদ মাহমুদ সুজন

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাকে নিয়ে আশঙ্কা না থাকে, এর জন্যেই মূলত বিশ্রাম দেয়া হয়েছে। এমন না যে দশ ভাগ দিয়ে খেলবে। তামিম খেললে তো শতভাগ দিয়ে খেলবে, ফিল্ডিং করতে হবে বিশ ওভার, ড্রাইভ দিতে হবে। তবে পরিস্থিতি যদি অন্য হতো তামিমও হয়তো তখন অন্যভাবে চিন্তা করত। এখন আমাদের ওরকম সুযোগ নেই বিপিএলে। তাই তাকে বিশ্রাম দেওয়াটা জরুরি।’ 


 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন