মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৮

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নুরনবী (৩০) ও হেলপার সিরাজ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে জেলার সদর উপজেলার রামগতি সড়কের মিয়ার বেড়ির উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যান চালক নুরনবী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে ও হেলপার সিরাজ একই এলাকার রফিকের ছেলে।
  
নিহত দু’জনের মধ্যে চালক নুরনবী ঘটনাস্থলে এবং সিরাজ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 
স্থানীয় লোকজন জানায়, পিকআপটি মিয়ারবেড়ি এলাকার একটি ইটভাটা থেকে ইট নিয়ে রামগতি সড়কে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সিএনজিচালিত একটি অটোরিকশা সামনে পড়ে। সেটিকে সাইড দিতে গেলে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন গাড়িতে থাকা চালক নুরনবী ও হেলপার সিরাজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
  
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নুরনবীর মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কয়েক মিনিটের মধ্যেই মারা যায়।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় দু’জন মারা গেছে। নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/পিও