নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রেষ্টুরেন্ট ম্যানেজার কাজল (৫৫) হত্যায় ঘটনায় অভিযুক্ত আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কাজল বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।
জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চাষাঢ়ার আঙ্গুরা প্লাজায় ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্টুরেন্টে প্রকাশ্যে গুলি ছোড়েন ভবন মালিক আজাহার তালুকদার। এতে রেষ্টুরেন্টের ম্যানেজার সফিউর রহমান কাজল ও কর্মচারী জনি গুলিবিদ্ধ হন। রাতেই পুলিশ আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে দু'টি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। এ ঘটনায় রেষ্টুরেন্টের মালিক শুক্কুর আলী বাদী হয়ে আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামি করে মামলা করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অঞ্জন দাস জানান, মঙ্গলবার দুপুরে পুলিশ বাবা ও ছেলের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলো। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যা মামলার আবেদন করেছেন। তদন্ত শেষে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।