শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

অবৈধ অনুপ্রবেশে সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে জোনা কংলা (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ ৷সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার জৈন্তাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক জোনা কংলা মেঘালয় রাজ্যের জৈন্তাহিলস জেলার মুক্তাপুর গ্রামের জনিস কংলার ছেলে। 

পুলিশ জানায়, সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জৈন্তাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জোনা কংলাকে আটক করা হয় বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি। দীর্ঘদিন যাবত সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করছে জোনা কংলা।

জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে জোনা কংলা বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/পিও