ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনার চার দিন পর বুধবার (৮ ফেব্রুয়ারি) নদীতে ভাসমান অবস্থায় আরও দুটি লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। এ নিয়ে গত চার দিনে মোট ৫টি মরদেহ উদ্ধার হলো। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সার্বিক তত্ত্বাবধানে গত দুদিন ধরে চলছে পদ্মা নদীতে স্পিড বোট দুর্ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধার অভিযান। তারই ধারাবাহিকতায় বোট দুর্ঘটনায় নিখোঁজের চার দিন পর বুধবার দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় আরও দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আসা স্বজনদের আহাজরিতে ভারি হয়ে উঠেছে নদী পারের বাতাস। কখন সন্ধান মিলবে তাদের স্বজনের লাশের। আজ উদ্ধার হওয়া সদরপুর উপজেলার সমশের মাতুব্বরের ডাঙ্গীর বাসিন্দা ছুরমান শেখের ছেলে খোকান শেখ (৪০) এর লাশ শনাক্ত করেন তার স্ত্রী সাহেদা বেগম ও ফরিদপুর মুন্সির বাজার এলাকার জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী (৩৩) এর লাশ শনাক্ত করেন তার ভাই কৃষ্ণ গোপাল গোস্বামী। পরে নিজ নিজ স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করেন ইউএনও।
এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার (২২) ও ফরিদপুর সদরের হাট গোবিন্দপুর গ্রামের মো. কাইয়ুম আলী মৃধার ছেলে মো. দাউদ মৃধা (৩৮) এর লাশ উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য গত রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার দোহার ও চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বর্ডার এলাকার পদ্মা নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে দুটি বাহনই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষ্মীপুর এলাকার শুকুমার হালদার (৬৫) নামের একজনের মৃত্যু হয়। তিনি ঐ এলাকার শিরিশ হালদারের পুত্র। এই ঘটনায় কয়েকজন আহত ও বেশ কয়েকজন নিখোঁজ ছিল।
স্পিড বোট দুর্ঘটনা ও লাশ উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা বলেন, ‘এই দুর্ঘটনাটি মর্মান্তিক ও অত্যন্ত দুঃখজনক। গত দুদিন ধরে ঢাকা, ফরিদপুর ও চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৫টি লাশ উদ্ধার হয়েছে এখনও নিখোঁজ থাকা সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামের শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। এ সময় সব যাত্রীদের লাইফ জ্যাকেট পরে নদী চলাচলের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার দিন সকালে ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া বোট দুটির মালিক নদীর ঐ পারের ঢাকা জেলার। চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন কাফনের জন্য প্রাথমিক অবস্থায় পরিবার প্রতি ৫ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে এই দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ইউএনও।
এ ছাড়া স্পিড বোট দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ডুবুরি দলের পাশাপাশি চর ঝাউকান্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা ও স্বজনেরা নদীতে বোট নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।