বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিয়ের পর প্রথমবার জনসমক্ষে কিয়ারা-সিদ্ধার্থ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৭

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে তাদের বিয়ের আসর। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়সহ বলিউডের বন্ধুরা। বিয়ের পরদিনই তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

৮ ফেব্রুয়ারি, বুধবার নবদম্পতি, জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে তাদের জয়সলমের বিমানবন্দরে দেখা যায়। সেখানে তারা জুটিতে পাপারাজ্জিদের জন্য পোজ দেন।

ছবি: সংগৃহীত

কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। তার সঙ্গে তিনি একটি ছাই রঙের শাল নিয়েছিলেন। তাঁর হাতে চূড়া পরা ছিল। নববধূর হাতের মেহেন্দিও চোখ এড়ায় না কারও। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট এবং একটি জিন্স। সঙ্গে তিনি একটি খয়েরি রঙের জ্যাকেট পরেছিলেন। তাঁদের দুজনের চোখেই সানগ্লাস দেখা যায়।

ইত্তেফাক/বিএএফ