ঢাকার উত্তরায় বাসার পাশে মায়ের সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উত্তরা ৯ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ভোলার দুলারহাটের চর তোফাজ্জার গ্রামের জামাল হোসেন ও তানসু আক্তারের মেয়ে এবং ওই এলাকা বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসার সামনের রাস্তায় মায়ের সঙ্গে হাঁটছিল শিশু আছিয়া। হঠাৎ একটি দ্রুতগামী অটোরিকশা
আছিয়াকে চাপা দেয়। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
তারা জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী অটোরিকশাটি পুলিশের কাছে হস্তান্তর করে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেন, অটোরিকশাটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।