অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রথম টেস্টের প্রথম দিনে নিজের তর্জনী আঙ্গুলে মলম মেখে আলোচনায় আসেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সেই ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) জাদেজাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, রবীন্দ্র জাদেজা আইসিসির আচরণবিধির ২.২০ অনুচ্ছেদে দোষী সাব্যস্ত হয়েছেন। যেখানে বলা আছে মাঠে এমন কিছু করা যেটা ক্রীড়া চেতনার পরিপন্থি। জাদেজা এই জরিমানা মেনে নেয়। আর তাই আনুষ্ঠানিক কোনো শুনানি প্রয়োজন হয়নি। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ জাদেজার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের ৪৬তম ওভারের সময় মোহাম্মদ সিরাজের তালু থেকে মলম নিয়ে নিজের তর্জনীতে মাখেন জাদেজা। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, জাদেজা কেবল ওষুধ হিসেবেই তার তর্জনী আঙ্গুলে মলম ব্যবহার করেছেন। এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।