মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সুস্থ হয়ে ঘরে ফিরতে চান স্বপ্না রানী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫০

স্বপ্ন দেখে মানুষ, শূন্য থেকে চূড়ায় উঠতে চায়। কিন্তু সেই লক্ষ্যে উঠতে গিয়ে কেউ কেউ বাধায় আটকা পড়ে মাঝরাস্তায় নুইয়ে পড়েন। চারপাশে কত মানুষকে আমরা দেখি জীবনযুদ্ধে থমকে যেতে।

ফেনী জেলার দাগনভুইয়া থানার সেকান্দরপুর গ্রামে থাকেন স্বপ্না রানী ভৌমিক। তার স্বামী স্বপন চন্দ্র নাথ ও দুই ছেলে নয়ন ভৌমিক আর অয়ন ভৌমিককে নিয়ে স্বপ্ন দেখতেন স্বপ্না রানী। অভাবের সংসারটাকে টেনে ওপরে তুলে নিতে ১৮ বছর বয়সী ছেলে নয়নকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হয়েছে বেশ আগেই। 

মায়ের সঙ্গে পরিবারকে স্বাবলম্বী করতে সেও স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সামনে এক বিশাল বাধা এসে পড়ে। জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন ৪১ বছর বয়সী স্বপ্না।

তার চিকিৎসার খরচ মেটাতে হিমসিম খেতে হচ্ছে পুরো পরিবারকে। অভাবের সংসারে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই স্বপ্না রানীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ রইলো সমাজের হৃদয়বান দানশীল ও মানবিক ব্যক্তিদের কাছে।

তাকে বাঁচাতে এগিয়ে আসতে আকুল আবেদন জানিয়েছেন তার স্বামী ও সন্তানরা।

আর্থিক সহায়তার জন্য: 
বিকাশ নং: (১) ০১৬২২৯৬৯০৮৪ (২) ০১৮১৩০৪৯৭৯৮

ব্যাংক একাউন্ট নং: 
ডাচ বাংলা ব্যাংক 1741580015230 দাগনভুইয়া ব্রাঞ্চ

বিস্তারিত জানতে যোগাযোগ: 
নয়ন ভৌমিক +৮৮০১৬২২-৯৬৯০৮৪

ইত্তেফাক/এএইচপি