গাজীপুরের শ্রীপুরে পিস্তল উঁচিয়ে আওয়ামী লীগের চার নেতাকে হুমকি দেওয়া বিএনপির কথিত কর্মী জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের স্থানীয় মোস্তফার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জাহিদ (২৮) পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মৃত সাইফুর রহমানের ছেলে। তবে তিনি দীর্ঘদিন শ্রীপুরের বরমী ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ডে বাড়ি করে বসবাস করে আসছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রেস বিফ্রিংয়ে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইউনিয়ন এলাকায় মিছিল করে। এরই ধারাবাহিক কর্মসূচি পালনের সময় বরমীতে বিএনপির নেতা-কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ সময় বিএনপির কথিত কর্মী পরিচয়ধারী জাহিদ নামে ওই যুবক আগ্নেয়াস্ত্র উঁচু করে ভয়ভীতি দেখায়। চারজন ছাত্রলীগ কর্মীর মাথায় পিস্তল তাক করে হুমকি দিয়েছে বলেও অভিযোগ করে দলটি। এমন খবর শুনে তাৎক্ষণিক শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদকে গ্রেপ্তার করে বলে বিফ্রিংয়ে উল্লেখ করেন ওসি মনিরুজ্জামান।
এদিকে, স্থানীয় বিএনপির সভাপতি আফাজ উদ্দিন ইত্তেফাককে জানান, অস্ত্রধারী সেই যুবক জাহিদ তাদের নেতা-কর্মী বা সমর্থকও নয়।