শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নোয়াখালীতে ভাঙচুর-বোমাবাজি, বিএনপির ৬৫ নেতাকর্মীর নামে মামলা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৫

বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্য আহত হওয়ায় বিএনপির ৬৫ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেনবাগ থানার এসআই বদিউল আলম বাদী হয়ে শনিবার গভীররাতে এ মামলা দায়ের করেন। 

মামলায় স্থানীয় ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমানসহ ১৫ জনকে নামে এবং অজ্ঞাত আরও ৪০/৫০ জনসহ মোট ৬৫ জনের নামে এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে রোববার নোয়াখালী বিচারিক আদালতের পাঠানো হয়েছে। 

যোগাযোগ করা হলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ইত্তেফাককে জানান, সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় এসআই বদিউল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

ইত্তেফাক/পিও