ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষাসহ দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার চর্চা করতে হবে। দেশের প্রতিটি বিদ্যালয়ে ৪ তলা ভবন হচ্ছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য দেশপ্রেমী সকল জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরপুরের আকোটেরচর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ওসি সুব্রত গোলদার, জেলা পরিষদ সদস্য এখলাছ উদ্দিন ফকিরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নিক্সন সমর্থক নেতা-কর্মীরা।
পরে এমপি বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।