শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এক যুগ পর শিশু হত্যার রায়, ২ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫

বগুড়ার শাজাহানপুরে পাঁচ বছরের শিশু রোমান হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। মামলা দায়েরের এক যুগ পর এই রায় ঘোষণা করা হলো

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক ও চোপি নগর দক্ষিণ পাড়ার আব্দুল মাজেদ। রায় ঘোষণার সময় উভয় আসামি পলাতক ছিলেন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাছাড়া অপর আসামি ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ আগস্ট বগুড়ার শাজাহানপুরের চোপিনগর এলাকার মাহবুর রহমানের ছেলে রোমানকে হত্যার পর গুম করে আসামিরা। পরে ওই বছরের ২৮ আগস্ট একই এলাকার খলিল নামে একজনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মাহবুর রহমান বাদী হয়ে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, মামলা দায়েরের এক যুগ পর এই রায় ঘোষণা করা হলো। 

ইত্তেফাক/এএএম