সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের ফারহিয়া (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক। নিহত ফারহিয়া লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে। আটককৃত যুবক সফিকুল ইসলাম (২০) একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

জানা যায়, সকাল ১০টার দিকে ভূট্টাক্ষেতে স্থানীয়রা ওই শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভূল্লী থানার ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। শিশুটির লাশ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। 

 

ইত্তেফাক/এবি/পিও