সেন্টমার্টিন থেকে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে ফেরার পথে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের বঙ্গোপসাগরে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে ভয়ানক দুলতে থাকে এমভি পারিজাত জাহাজ। এতে জাহাজে থাকা অনেকেই বমি করে অসুস্থ হয়ে পড়েন।
জাহাজটিতে শিক্ষা সফরে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অন্তত ২৪০ জন পর্যটক ছিলেন।
এমভি পারিজাতে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা হয়। জাহাজ ছাড়ার ১৫ মিনিটের মধ্যেই সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। এসময় এটি এমনভাবে দুলতে থাকে, সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকেন। এ জাহাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় আড়াইশ পর্যটক ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায়।
এমভি পারিজাত জাহাজের টেকনাফ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সোহেল এবং সেন্টমার্টিন ট্যুরিস্ট পুলিশের ইনর্চাজ মনিরুল ইসলাম বলেন, জাহাজটি সাগরে দমকা হওয়ার কবলে পড়েছিল, তবে নিরাপদে ঘাটে পৌঁছেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রতিদিনের সার্বিক পরিস্থিতি তদারকি করতে মাঠে আমাদের একটি টিম থাকবে।