নরসিংদীর রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি নির্মাণাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ১৬টি থ্রি-নট-থ্রি বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চন্দন নামের এক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করে। ভবন ভেঙে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ১৬টি অগ্নেয়াস্ত্র দেখতে পায় শ্রমিকরা।
এ বিষয়ে বাড়ির মালিক চন্দন জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমিক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানীয় আমাকে জানায়। আমি ফোনে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হচ্ছে। এই স্থানে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে।