বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেকারির কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারির কারখানার রান্না ঘর থেকে থেকে ৩৫ বছর বয়সী এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বাচ্চু মোল্লা কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে ও তিন সন্তানের জনক।

স্ত্রী সম্পা বেগম বলেন, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যান। 

তিনি বলেন, আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়া প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে