শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন ম্যাচ হারলেও বিশ্বাস ছিল: কায়েস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার শেষ রঙিন হলেও, শুরুটা ছিল একেবারে ধূসর। প্রথম তিন ম্যাচ হেরে এবারের বিপিএল মিশন শুরু করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।  

এরপর ঘুরে দাঁড়ায় কুমিল্লা। একের পর এক জয়ে বিপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলে কুমিল্লা। আর অধিনায়ক হিসেবে কুমিল্লার হয়ে তৃতীয় শিরোপা জিতে ইমরুল কায়েস। টানা তিন ম্যাচ হারলেও বিশ্বাস হারায় নি দল। শিরোপা জয়ের পর এমনটায় জানালেন ইমরুল কায়েস। তিনি বলেন, ‘আমরা তিনটি ম্যাচ হারার পরও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে যে কোয়ালিফাই করতে পারব বা এরকম কিছু। কিন্তু আমাদের ভেতর বিশ্বাসটা ছিল এবং আমরা দলের ভেতর যেভাবে কাজ করে থাকি, এটা অসাধারণ।’

অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপা জিতলেন ইমরুল কায়েস। তবে তার অধিনায়ক হিসেবে পথচলা সহজ ছিলো না। ইমরুল আরও বলেন, ‘আমি যখন প্রথম অধিনায়কত্ব করি কুমিল্লাতে, স্টিভেন স্মিথ অধিনায়ক ছিল, সে চলে গেল। তার পর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি অ্যাক্টিং ক্যাপ্টেন। তবে সবকিছু তো আসলে বাইরে থেকে প্রকাশ করা যায় না। মাঠেই করে দেখাতে হয়।’

  

ইত্তেফাক/জেডএইচ