সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বীর মুক্তিযোদ্ধার জমি দখল, ৯৯৯ ফোন করলে পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩

ফরিদপুরের ভাঙ্গায় রাতের আধারে আব্দুর রাজ্জাক ফকির নামে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে ঘর নির্মাণ করেছে আওয়ামী লীগ নেতা। বাধা দেওয়া সত্ত্বেও রাজ্জাক ফকির অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে থামাতে পারেনি। অবশেষে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা তার লোকজন নিয়ে পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ফকির জানান, তার নামে চুমুরদী বাজার এলাকায় ১০ শতাংশ জমি রয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মোল্লা ও সরকারি কর্মকর্তা চন্দন মিয়া তার লোকজন নিয়ে ওই জায়গায় ঘর নির্মাণ শুরু করে। বাধা দেওয়া সত্ত্বেও ফেরাতে পারি নাই। অবশেষে পুলিশ এসে সাহায্য করে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা উজ্জ্বল মোল্লা ও চন্দন মিয়া বলেন, ঐ জমি সরকারি জায়গা। এলাকার লোক হয়তোবা দখল করেছে। এটা প্রশাসন দেখবে। তাছাড়া সেখানে আমাদের কোনো জমি নেই। তাই আমরা কোনো ঘর উত্তোলন করিনি। কারা ঘর উত্তোলন করেছে তদন্ত করে বের করুন।

থানার উপপরিদর্শক অপূর্ব কুমার বাইন বলেন, জরুরি সেবায় কল করলে ঘটনাস্থলে যাই। বীর মুক্তিযোদ্ধার জমিতে যারা ঘর উত্তোলন করছিলো তারা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি/পিও