শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করাচির পুলিশ সদর দফতরে ব্যাপক হামলা-বিস্ফোরণ, নিহত ২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৬

পাকিস্তানের করাচি শহরে সেখানকার পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির কর্মকর্তারা জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ এ হামলার ঘটনা শুরু হয় এবং এখনও তা চলছে। ইতোমধ্যে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

সংবাদদাতারা বলছেন, সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে।

পুলিশ সদর দফতরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছেন এবং ঢোকার দরজা অবরুদ্ধ করে রেখেছেন বলে জানা গেছে। নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে, করাচিতে পুলিশের সদর দফতর শারায় ফয়সাল রোডে।  সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, সন্ত্রাসীরা গোপনে হামলা করেছে এবং তা ঠেকাতে পুলিশের অভিযান চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের পোশাক পরে কার্যালয়ে প্রবেশ করে। 

হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ কার্যালয়ে অভিযান চলছে। ইতোমধ্যে দুই হামলাকারী নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। 

দেশটির পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঠিক কতজন সন্ত্রাসী এই হামলায় এখন জড়িত তা বলা যাচ্ছে না। তারা পুলিশের প্রধান কার্যালয়ে কয়েক দফায় গুলি ছুড়েছে। 

ইত্তেফাক/এএএম