বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ'র গুলিতে ২৪ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুল হোসেন বাবু ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারতীয় না বাংলাদেশি সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ঘটনাটি আমাকে জানালে আমি ভারতে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক বাংলাদেশের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে শাহাবুল। বিএসএফ এখনও তার লাশ ফেরত দেয়নি।

 

ইত্তেফাক/আরএজে