নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ বছরের এক শিশুকে খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে থানায় মামলা দায়ের করা হয়।
শনিবার তাকে আদালতে পাঠানো হয়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। উপজেলার পুরিন্দা এলাকা থেকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার বৃদ্ধ হাতেমের বয়স ৮০ বছর। তিনি একই এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, শুক্রবার দুপুরে ১২ টার দিকে ওই শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে বৃদ্ধ হাতেম তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় ওই শিশুটিকে মুখে ওড়না বেঁধে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির গোঙ্গানোর শব্দে আশপাশের লোক এগিয়ে আসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী হাতেমকে ধরে পুলিশে কাছে সোর্পদ করেন।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।