কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার মাহির খান, আরিয়ান আলম ও অ্যাঞ্জেলাকে বাড়ৈকে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।
নিহত শাহরিয়ার মাহির খান, আরিয়ান আলম দীপ্তর আগামী ২০ ফেব্রুয়ারি (সোমবার) বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অ্যাঞ্জেলাকে বাড়ৈকে শেষ বিদায় জানাতে ইটোবিকোর লোটাস ফিউনারেল অ্যান্ড ক্রিমেশন সেন্টারে এক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, মেয়ের লাশ নিতে অ্যাঞ্জেলার বাবা জেমস সুনাম বাড়ৈ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টরন্টোতে পৌঁছান।
স্থানীয় সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক জানিয়েছেন, স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থ এলাকায় আল-আবেদীন মসজিদে দুজনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা, গোসল ও লাশ দেশে পাঠানোর দায়িত্ব পালন করবে বাংলাদেশি ইসলামিক ফিউনারেল সার্ভিস।
পুলিশও ইতোমধ্যে নিহতদের ছাড়পত্র দিয়ে দিয়েছে এবং টরন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্ঠিফিকেট ইস্যুর প্রস্তুতি চলমান রয়েছে।
জানা গেছে, নিহত মাহী ও দীপ্তের লাশ বাংলাদেশ বিমানে যোগে দেশে আনা হবে।
এদিকে, গুরুতর আহত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার দে এখনও সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।