বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এমবাপ্পের সঙ্গে একমত নন পিএসজি কোচ  

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো'র ম্যাচে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি। হারের ক্ষত না শুকাতেই নেইমার পোকার খেলায় মাতেন ও ম্যাকডোনাল্ডসের এক রেস্তোরাঁয় গিয়ে হইচই করে সময় কাটান। আর এতেই বেশ চটে যান ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পে

নেইমারকে উদ্দেশ্য করে এমবাপে বলেছিলেন, ‘ফিরতি লেগের আগে আমাদের খেলোয়াড়দের ভালো স্বাস্থ্যের প্রয়োজন। সেজন্য সবাইকে ভালো খাবার ও পর্যাপ্ত ঘুমাতে হবে। পরবর্তী ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে কোয়ালিফাই করতে আমাদের কাজ করতে হবে এবং সবাইকে ক্যাম্পে ফিরতে হবে।’

পিএসজি কোচ গ্যালতিয়ে

এমবাপ্পে এমন মন্তব্য নজর এড়ায়নি পিএসজি কোচ গ্যালতিয়ের। এমবাপ্পে এমন মন্তব্যে তিনি বলেন, ‘আমি এমবাপ্পের মন্তব্যের সঙ্গে একমত নই। আমি ইতোমধ্যে নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার চিন্তাভাবনার কথাও তাকে জানিয়েছি। ছুটির দিনে, যখন আমাদের অনুশীলন থাকে না, সে সময় যে কেউ পোকার খেলা কিংবা ঘুরতে যাওয়াসহ তাদের পছন্দের কাজ করার অধিকার রয়েছে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করার কিছু নেই।’ 

সূত্র: গোল ডটকম

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন