বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে'

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। অবশেষে তার হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আলোচনা শুরু হয় পরবর্তী ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা?

কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি ও ডি মারিয়া

২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে দেখতে যান আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, '২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মেসিকে দেখতে চাই। পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে, মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।' 

মেসিকে পরের বিশ্বকাপে দেখতে চাইলেও নিজেকে পরের বিশ্বকাপে দেখছেন না ডি মারিয়া। তিনি বলেন, 'আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।'

 

 

ইত্তেফাক/জেডএইচ