মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, রমজান মাসে প্রয়োজনীয় নিত্যপণ্যের কোনো সংকট হবে না। 

তিনি বলেন, সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং রমজানে কোনো সংকট হবে না। 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এবং আগামী নির্বাচনে জনগণ আবারো বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

আবদুর রাজ্জাক বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে।

এসময় মন্ত্রী অবৈধভাবে ধন ও সম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর জন্য আহ্বান জানান।

 

ইত্তেফাক/আরএজে