ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এই স্বপ্ন অচিরেই পূরণ হবে আর সেই স্মার্ট বাংলাদেশের হাল ধবরে আজকের এই শিক্ষার্থীরা। সুস্থ্য দেহ সুস্থ্য মন নিয়ে লেখাপড়া করে ভালো ফলাফল করা জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সু-ব্যবস্থা রাখতে হবে। ভালো শিক্ষার জন্য দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এ কথা বলেন।
এছাড়াও একই দিনে এমপি নিক্সন চৌধুরী রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয় ও পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, স্কুলে শিক্ষার মান আধুনিকায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের নাগরিক অবশ্যই শতভাগ শিক্ষায় শিক্ষিত হবে এই লক্ষ্য সামনে রেখে সকলকে কাজ করে যেতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলালউদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালালউদ্দিন, থানার ওসি জিয়ারুল ইসলাম, শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজে সভাপতি ফিরোজুর রহমান নিরু খলিফা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র মালো, রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবু জাফর মুন্সি, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, পুর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নয়ন শিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, সৈয়দ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন।