মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ১০ দিন পরে শনিবার রাতে উদ্ধার করেছে ঘিওর থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ছন্দা আক্তার (২২) নামে গৃহবধুকে আটক করে পুলিশ।
মামলার বিবরণ ও ভূক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার ঘিওর বটতলা মোড়ের নূর আলম জনির ছেলে সাইফ আল সাইমন (১৯) দীর্ঘদিন যাবৎ ঐ শিক্ষার্থীকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার করটিয়া মোড় থেকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনার রাতেই ওই শিক্ষার্থীর পিতা ঘিওর থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে ঘিওর বেপারীপাড়া সাইফের নানা বাড়ি থেকে শনিবার রাতে উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্তের এক প্রতিবেশী জানান, তারা দুজন দুজনকে পছন্দ করতো। প্রেমের সম্পর্ক ছিলো তাদের। বয়স কম থাকায় হয়তো এ রকম কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যেহেতু মামলা হয়েছে আদালতেই মিটমাট হবে। এ সম্পর্কে আর কিছু বলতে চাই না।
ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, অপহরণের ঘটনায় ঘিওর থানায় ৭ জনকে আসামি করে মেয়ের বাবা একটি মামলা দায়ের করেন। মূলহোতাসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।