শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক ম্যাচ খেলেই পিএসএল যাত্রা শেষ হলো সাকিবের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০

ফরচুন বরিশালের হয়ে বিপিএল শেষ করেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে এক ম্যাচে মাঠেও নেমেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে সেই এক ম্যাচেই পিএসএল যাত্রা শেষ হচ্ছে সাকিবের। পারিবারিক প্রয়োজনে পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। 

বিপিএল শেষ করেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিলো সাকিবের। তবে হঠাৎ করেই পিএসএলের দল পেশোয়ার জালমিতে ডাক পাওয়ায় পাকিস্তানে যান সাকিব। পেশোয়ারের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে অবশ্য ভালো কিছু করতে পারেননি তিনি। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ে ৩ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য, ব্যাটিং করতে নেমে মাঠ ছেড়েছেন ১ রানেই অপরাজিত থেকে। পরের ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে আর একাদশে জায়গা পাননি এই অলরাউন্ডার।  এরপরই পারিবারিক কারণে পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে হচ্ছে সাকিবকে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) পিএসএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ুয়ার ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছেন, দল ছেড়ে পরিবারের কাছে যাচ্ছেন তিনি।

সাকিব চলে যাওয়ায় আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাইকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। 

এদিকে, আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

ইত্তেফাক/এসএস