চরম দারিদ্র্য ও হতাশার মধ্যে মলদোভার পার্লামেন্টের সামনে গতকাল রোববার হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তাদের একটাই দাবি, তারা রাশিয়ার অংশ হতে চায়। ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংসদের সামনে জড়ো হওয়া অনেকেই চিৎকার করে বলেন, আমরা হাসির পাত্র, সরকার আমাদের উপহাস করছে। আলা নামের এক বিক্ষোভকারী বললেন, 'চার-পাঁচটা বাচ্চা আছে যাদের আসলে খাওয়ার কিছু নেই।'
মলদোভার প্রেসিডেন্ট জানান, বাসিন্দারা তাদের আয়ের ৭০ শতাংশেরও বেশি ব্যয় করে। ফলে এ বিপর্যয় সৃষ্টি হয়েছে। মলদোভা ইউক্রেন ও রোমানিয়ার মধ্যে একটি ছোট দেশ। দেশটি গত গ্রীষ্মে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল।
মলদোভার মোট জনসংখ্যা ২৬ মিলিয়ন। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সে দেশের বহু মানুষ প্রাণ বাঁচাতে মলদোভায় আশ্রয় নেয়। স্যান্ডু সরকারও ট্রান্সনিস্ট্রিয়ার মুসকোভাইট অঞ্চল নিয়ে চিন্তিত। যেখানে প্রায় দেড় হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ মলদোভা প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর, রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামোতে আক্রমণ শুরু করে, যার প্রভাব মলদোভাতেও পড়ে। ইউক্রেনের মতো মলদোভাতেও লোডশেডিং হয়।