সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাপ্তাই লেকে নৌকা ডুবে ২ পর্যটকের মৃত্যু, আহত ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

জয়পুরহাটের পাঁচবিবি থেকে রাঙ্গামাটি বেড়াতে আসা একদল পর্যটকবাহী এক ইঞ্জিন বোট কাপ্তাই হ্রদে পানিতে ডুবে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ডিসি বাংলো এলাকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে আসা এই পর্যটকরা কাপ্তাই হ্রদে নৌ বিহারে বের হয়। এবং শেষ বিকালে তাদের বহনকারী বোটটি হ্রদের পানির নীচে ডুবে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় তাদের আত্মচিৎকারে আশেপাশের বিভিন্ন নৌযান ছুটে আসা ফায়ার সার্ভিস, পুলিশসহ অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করা হয়।

মুমূর্ষু অবস্থায় হাসপাতাল নেওয়ার পর মারা যান দুই জন। নিহতরা হলেন- হেনা রানি (৬৫) এবং পুষ্পরানী (৩৫)।

পর্যটকদের টিমলিডার জালাল আহমেদ বলেন, সোমবার ভোরে আমরা রাঙ্গামাটি আসি। এবং রিজার্ভ বাজারের দুটো হোটেলে উঠি। সকাল দশটার দিকে একটি ইঞ্জিন চালিত বোট ভাড়া করে সুভলং ঘুরে পর্যটন ঝুলন্ত সেতুতে যাই। সেখান থেকে রিজার্ভ বাজার ফেরার সময় হ্রদের বুকে কোনো কিছুর ধাক্কায় আমাদের বোটটি ডুবে যায়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় কাপ্তাই হ্রদে একটি পর্যটকবাহী বোট ডুবে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ২ জন নিহত ও শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়।

ইত্তেফাক/পিও