কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দুই শিক্ষার্থী শাহরিয়ার খান এবং আরিয়ান আলম দীপ্তের জানাজা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশি ইসলামিক ফিউনারেল সার্ভিসে আয়োজনে সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বাদ জহুর স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে স্টেটে আল-আবেদীন মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখক মুসল্লি অংশ নেন।
জানাজা সময় শেষ বিদায়ের সময় দেখা গেছে যে শাহরিয়ার ও আরিয়ানের দেহ আগুনে ঝলসে যায়নি। তবে দেহে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এব্যাপারে টরন্টো উপদূতাবাসের সংশ্লিষ্ট কনস্যুলার জেনারেল লুৎফর রহমান জানান, নিহতদের লাশ দেশে পাঠানোর জন্য যাবতীয় সহযোহিতা করছে দূতাবাস এবং বাংলাদেশ বিমানও প্রস্তুত। তবে এখনো দেশে ফেরার তারিখ চূড়ান্ত হয়নি।
তিনি জানান, কানাডায় বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটি সংগঠন থাকা জরুরি। এ ব্যাপারে কেউ উদ্যোগ নিলে দূতাবাস এগিয়ে আসবে।
এ দিকে রোববার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল অ্যান্ড ক্রিমেশন সেন্টারে অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি (সোমবার) কানাডার অন্টারিওর ডান্ডাস স্ট্রিট সাউথবাউন্ড হাইওয়ে ৪২৭-এ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত এবং এক শিক্ষার্থী আহত হন। নিহতদের মধ্যে শাহরিয়ার খান (১৭) জর্জ ব্রাউন কলেজ এবং আরিয়ান আলম দীপ্ত (২০) টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থঅ ছিলেন।
আহত নিবিড় কুমার (২১) সেনেকা কলেজের শিক্ষার্থী। তিনি কন্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে।