ফ্রান্সের সেন্ট-জিন-ডি-লুজের একটি হাইস্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রের ছুরিকাঘাতে এক স্প্যানিশ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। স্থানীয় প্রসিকিউটর জেরোম বোরিয়ারের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই ছাত্রকে আটক করা হয়। স্থানীয় প্রসিকিউটরসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় গণমাধ্যমের মতে, জরুরি পরিষেবা পৌঁছানোর আগেই হৃদযন্ত্র বন্ধ হয়ে ওই শিক্ষক মারা যান।
ফরাসি সংবাদপত্র সুদ ওয়েস্টের মতে, ৫০ বছর বয়সী স্প্যানিশ শিক্ষক যখন ক্লাস নিচ্ছিলেন তখন ছাত্রটি প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে। এই ঘটনার পর ফ্রান্সের শিক্ষামন্ত্রী সেন্ট-জিন-ডি-লুজ আসেন।