দিনাজপুরের হাকিমপুরে ট্রেনে কাটা পড়ে ওয়াজেদ ইসলাম ওয়াদুদ (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
হিলি স্টেশন মাস্টার তপন চক্রবর্তী বলেন, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন অতিক্রম করে। এর কয়েক মিনিট পর খবর পাওয়া যায় রেলস্টেশনের অদূরে সাতকুড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থী মারা গেছে।
নিহতের বাবা রশিদুল ইসলাম বলেন, সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওয়াদুদ। সে স্কুলেও যায়নি। কি কারণে তার মন খারাপ ছিলো জানি না। বেলা ১১টার দিকে শুনতে পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
স্থানীয় দোকানদার আমেদ আলী বলেন, সকাল থেকে ছেলেটি রেলগেট এলাকায় ঘোরাঘুরি করছিল। ট্রেন আসার আগে সে রেলগেটের উত্তর পাশে রেললাইনের ওপর বসেছিলো। অনেকেই তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও কথা শুনেনি। এ সময় ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।