শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রতিবেশীর বিরুদ্ধে মামলা!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩২

এবারে প্রতিবেশীদের ওপরে চটেছেন আলিয়া ভাট। নিজের বাড়িতে, বারান্দায় একটু আরাম আয়েশে ঘুরতেও পারছেন না তিনি। ব্যক্তিগত মুহূর্তে ফটোশিকারিদের লেন্সবন্দি হওয়ার ঘটনার দু’দিন পর প্রকাশ্যে এলেন আলিয়া ভাট। গাড়ি থেকে নেমে হেসে হাত নাড়লেন ক্যামেরায়। আলোকচিত্রীরা সুযোগ পেলেই আলিয়াকে ঘিরে ধরেন।

বৃহস্পতিবার সন্ধ্যায়ও তার ব্যতিক্রম হল না। ঢিলেঢালা গোলাপি স্যুট, খোলা চুল আর নো মেকআপ লুকে আবার দেখা গেল আগের আলিয়াকে। তাঁকে স্বাভাবিক দেখে স্বস্তিতে অনুরাগীরাও। দিন দুই আগেই রাগে অগ্নিমূর্তি ধরেছিলেন আলিয়া। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলেন অভিনেত্রী। আলিয়া জানান, অলস দুপুরে তিনি যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন তার ঘরের দিকে। অভিনেত্রীর অসতর্ক মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে তার। ক্ষোভে ফেটে পড়েন মিসেস রণবীর। আলিয়া ইন্সটাগ্রামে লেখেন, ‘এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। বৈঠকখানার ঘরে যাওয়া মাত্রই মনে হল কেউ নজরদারি চালাচ্ছে আমার উপর। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!’

এখানেই শেষ না করে আলিয়া আরও লেখেন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’ নিজের পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে আলিয়াকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। লুকিয়ে তোলা ছবিগুলিতে আলিয়াকে বাড়ির পোশাকে তার বৈঠকখানায় বসে থাকতে দেখা গিয়েছে। ছবি তোলার জন্য জুম লেন্স ব্যবহার করা হয়েছে। এখন আলিয়া মামলা দায়ের করবেন কীনা। কী সিদ্ধান্ত নেবেন তা এখনও জানাননি।

ইত্তেফাক/এমএএম