নরসিংদী শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ খান দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার সকালে হাটা হাটি শেষে বাসায় ফেরার সময় তার ঘরের সিড়িতেই দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যারা গুলি করেছে তাদের দ্রুতই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।