রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রাম্পকে হত্যার হুমকি ইরানের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩২

ইরান ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার আমিরালি হাজিজাদেহ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার একটি  সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এর আগেও ইরানি কমান্ডার সোলেমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন হাজিজাদেহ। তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বাহিনীর প্রধান। রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে ১ হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে। আমরা ট্রাম্পকে (সাবেক মার্কিন প্রেসিডেন্ট) হত্যার পরিকল্পনা করছি।” রাষ্ট্রীয় টিভি নতুন পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ফুটেজও সম্প্রচার করেছে।

২০২০ সালে বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসেম সোলেমানি নিহত হয়েছিলেন। এর কয়েক দিন পর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইরানের নেতারা প্রায়ই কঠোর ভাষায় সোলেমানি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করে থাকেন।

ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তার ঘটিয়েছে। তারা এই কর্মসূচিকে পুরোপুরি আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করেছে। এ নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। যদিও ইরানের দাবি, ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই তারা রাশিয়াকে ড্রোনগুলো সরবরাহ করেছিল।

ইরানের ড্রোন নিয়ে উদ্বেগের মধ্যেই এবার দেশটির দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

সেই হামলার প্রসঙ্গে হাজিজাদেহ বলেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘বেচারা সেনাদের’ হত্যার ইচ্ছা ছিল না ইরানের।

“খোদার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। মাইক পম্পেও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) …এবং সেনা কমান্ডারদের মধ্যে যারা সোলেমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তাদের হত্যা করা উচিত,” সাক্ষাৎকারে বলেন তিনি। ইরানের নেতারা প্রায়ই কঠোর ভাষায় সোলেমানি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার করে থাকেন।

ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তার ঘটিয়েছে। তারা এই কর্মসূচিকে পুরোপুরি আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছে।

 

ইত্তেফাক/এফএস

এ সম্পর্কিত আরও পড়ুন