শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৯

মেহেরপুরের গাংনীতে আফেল উদ্দীন (৬২) নামের এক কৃষক খুনের ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে সুজন আলীকে (২২) আটক করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে হাড়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সুজনকে আটক করে। নিহত আফেল উপজেলার হাড়াভাঙ্গা এলাকার পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে আফেল উদ্দিনের কাছে তার ছোট ছেলে সুজন আলী গরু বিক্রির টাকা চাই। বাবা টাকা না দিতে চাইলে, ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় আফেল উদ্দিনের স্ত্রী তহমিনা খাতুন এসে দেখেন তার স্বামীকে হত্যা করে পালিয়ে যাচ্ছে ছেলে সুজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে সুজনকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বাবাকে খুনের কথা স্বীকার করেছে।  

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খুনের ঘটনায় নিহতের ছেলে সুজনকে আটক করা হয়েছে। কেন এবং কি কারণে বাবাকে খুন করেছে তার বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ইত্তেফাক/এবি/পিও