সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাট ও মোকামতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার ঠুসিগাড়ি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

নিহত মাহফুজ হোসেন (৪২) কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আহতরা হলেন- পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফতাব ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬) ও কালাই পৌরসভার থুপসাড়ার মহল্লার মৃত আইমুদ্দিনের ছেলে মুকুল হোসেন (৫১)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, শনিবার রাতে আরিফুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাজার করার উদ্দেশ্যে পুনট থেকে কালাই পৌর শহরে যাচ্ছিলেন মাহফুজ। পথে ঠুসিগাড়ী এলাকায় সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত তিনজন উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সাইকেল আরোহী মুকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।

ইত্তেফাক/আরএজে