বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

অল্পের জন্য বেঁচে গেলেন সেই পাক ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের উপর বন্দুক হামলা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটি ঘটেছে লাহোরে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, লাহোরের ক্যান্টনমেন্ট এলাকার একটি ফার্মেসি থেকে বাড়ি ফেরার সময় দুই বন্দুকধারী মারভিয়াকে আক্রমণ করে।

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের উপর বন্দুক হামলা হয়েছে।

অভিযোগে মারভিয়া আরও জানিয়েছেন, ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট ২০১৮ এর বিষয়ে তার মতামত শেয়ার করার পরে, তিনি ফোনে হুমকি পেয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামিক আইডিওলজি কাউন্সিল (সিআইআই) জানিয়েছিল, আইনটি ইসলামিক শরিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মারভিয়ার ওপর হামলার এফআইআর অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি রাতে দুই সন্দেহভাজন তার ওপর গুলি চালায়। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। হামলার পর মারভিয়া নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে যান।

ইত্তেফাক/ডিএস