বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের মূল্য কত?

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২

সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। দুদিন বাদেই শুরু হচ্ছে থ্রি লায়ন্সের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ।  ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য টিকিট পাওয়া যাবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আসন্ন সিরিজের টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার থেকে শুরু হয়ে ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংগ্রহ করা যাবে টিকিট।

ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের টিকিট পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকা মূল্য থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যমানের টিকিট পাওয়া যাবে এই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য। 

প্রথম দুই ওয়ানডের টিকিটের তথ্য:

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন