শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আয়রাল্যান্ড সিরিজ থেকে অনালাইন টিকিট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি? এই প্রশ্নের উত্তরে যে কেউ নির্দ্বিধায় উত্তর দিবে ক্রিকেট। সেই খেলায় লাল সবুজের জার্সিধারীদের উৎসাহ দিতে ভক্ত-সমর্থকদের নিয়মিতই দেখা যায় স্টেডিয়ামের গ্যালারিতে। তবে সেসব দর্শকদের অনেকটা ঝক্কি পোহাতে হয় টিকিট সংগ্রহ করতে গিয়ে।

অবশেষে তাদের সেই কষ্ট লাঘবের ব্যবস্থা করতে চলেছে বিসিবি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করতে চলেছে বিসিবি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সুজন বলেন, 'অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই সেটি বাস্তবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।'

মাঠে বসে খেলা দেখতে হলে দর্শকদের জন্য দুঃসাধ্য একটি কাজ হয়ে দাঁড়ায় টিকিট সংগ্রহের ব্যাপারটি। অনেক সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যায় না কাঙ্ক্ষিত টিকিট। তাদের সেই কষ্ট কমানোর জন্যই আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকে নির্দিষ্ট সংখ্যক টিকিট অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

 

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন