মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। 

শাবান মাহমুদ বলেন, পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার ইতিহাস রয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের এক স্মরণীয় দিন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি ও বাংলা ভাষা এ গৌরব অর্জন করে।

সভায় বক্তারা বলেন, মহান মাতৃভাষা দিবসের ফলে বিশ্বব্যাপী আজ বাংলার গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই বাংলা ভাষা এ মর্যাদা পেয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি আর আম্বেদকর হলের প্রাধ্যক্ষ ড. হাসনাত আলী খান, ড. মোহাম্মদ আশরাফ, ড. সৈয়দ আলী নেওয়াজ জায়েদীসহ অনেকে।

ইত্তেফাক/এএএম